ক্লারা টাউসনের চমক

কানাডিয়ান ওপেন টেনিস

কানাডিয়ান ওপেন টেনিসে চমক দেখিয়েছেন ক্লারা টাউসন। গ্র্যান্ড স্লাম জয়ী মাদিসন কিসকে হারিয়ে তিনি শেষ চারে জায়গা করে নিয়েছেন। মঙ্গলবারের এই জয়ে তিনি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শেষ চারে পৌঁছানোর কীর্তি গড়েছেন। ম্যাচ জিতেছেন ৬-১ ও ৬-৪ গেমে।

ডেনিস তারকা টাউসন আগের রাউন্ডেও চমক দেখিয়েছিলেন। সে রাউন্ডে তার শিকারে পরিণত হয়েছিলেন দ্বিতীয় বাছাই ইগা সোয়াইটেক।

টুর্নামেন্টে টাউসন ভালো করতে পারবেন কি না তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। এমনকি খেলতে পারবেন কিনা সে ভাবনা ছিল। কেননা দুইদিন আগে তিনি তার দাদাকে হারিয়েছেন। স্বজন হারানোর শোককে শক্তিতে পরিণত করে তিনি কোর্টে একের পর এক প্রতিপক্ষকে কুপোকাত করে চলেছেন।

টাউসনের সামনের পথটা বেশ কঠিন। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন নাওমি ওসাকার। দুইবারের গ্র্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা এবারই প্রথম কানাডিয়ান ওপেনের শেষ চারে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে ওসাকা ইউক্রেনের ইলিনাকে ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন। এ জয়ের মাঝ দিয়ে ২০২২ সালের পর এবারই প্রথম তিনি কোনো ডব্লিুইটিএ’র সেমিফাইনালে পৌঁছালেন।

Exit mobile version