জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জয় করেছে আফগানিস্তান। শনিবার হারারেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে তারা ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। আগের ব্যাট করে জিম্বাবুয়ে মাত্র ১২৭ রানে অল আউট হয়েছিল। আফগানিস্তান ২৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় তুলে নেয়।
আগে ব্যাট করে নাজুক অবস্থায় পড়ে স্বাগতিক ব্যাটাররা। একের পর উইকেট হারাতে থাকে তারা। আফগানিস্তানের হয়ে এই উইকেট শিকারে নেতৃত্ব দিয়েছেন এএম গজনফার। ৫ উইকেট শিকার করেছেন। ১০ ওভারে ৩৩ রানে তিনি এই পাঁচ উইকেট শিকার করেন তিনি। তার এই উইকেট শিকার উৎসবের বিপরীতে রান করেছেন একমাত্র শন উইলিয়ামস। ৬১ বলে ৬০ রান করেন তিনি। জিম্বাবুয়ের হয়ে আর কোনো ব্যাটার রানের দেখা পাননি।
ওপেনার সাদেকুল্লাহ’র ব্যাটিং আফগানিস্তানের সহজ জয়ের পথ তৈরি করে দেয়। ৫০ বলে ৫২ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। এছাড়া আব্দুল মালিকের ২৯, রহমত শাহের অপরাজিত ১৭ ও হাশমাতুল্লাহ’র অপরাজিত ২০ রান আফগানিস্তানকে সহজ জয় এনে দেয়।
জিম্বাবুয়ের বিপক্ষে একটা আফগানিস্তানের ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান ২-০ ব্যবধানে জয় পেয়েছে। এর আগে তারা একই ব্যবধানে টি-২০ সিরিজ জয় করে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।