গত মৌসুমে বার্সার ক্ষতি ১০ কোটি ডলার, আগুয়েরোর পাওনা ৩২ লাখ

বার্সেলোনার সাথে ২০২১ সালে চুক্তি শেষ হলেও ক্লাবটির কাছে এখনও অর্থ পাওনা আছে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর। ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে মোটা অঙ্কের অর্থ ২০২১ সাল থেকে পাওনা আছে বলে মামলা করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। যা এখনও আদালতে চলমান।

২০২৩-২৪ মৌসুমের যে আর্থিক প্রতিবেদন পাঠিয়েছে বার্সেলোনা, সেটি দেখার সুযোগ পেয়েছে ইএসপিএন। তাদের খবর, আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাওনা আদায়ে আগুয়েরোর মামলার ব্যাপারটি।

ম্যানচেস্টার সিটিতে ১০ বছর কাটিয়ে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার চু্ক্তির মেয়াদ। কিন্তু নভেম্বরের শুরুতেই হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত রোগে তাকে হাসপাতালে নিতে হয়।

সে খটনায় মাস তিনেক মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। কিন্তু চিকিৎসকের পরামর্শে ডিসেম্বরেই পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি স্রেফ ৩৩ বছর বয়সেই। তবে গত প্রায় তিন বছরেও বার্সেলোনার সঙ্গে তার আর্থিক লেনদেনের সুরাহা হয়নি।

ক্লাবের এবারের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার) পাওনা আছে দাবি করে গত ২৯ মে অভিযোগ দায়ের করেন আগুয়েরো। বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে যে, গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতি হয়েছে বার্সেলোনার

Exit mobile version