আফ্রিকান কাপ অব নেশন্সে বেশ কিছু অঘটন ঘটেছে। তবে সোমবার সেনেগাল অঘটনের ধারেকাছে যায়নি। গাম্বিয়াকে ৩-০ গোলে জয় পেয়েছে সেনেগাল। ’সি’ গ্রুপের এ ম্যাচে সেনেগালের লামিনে কামারা জোড়া গোল করেছেন।
টুর্নামেন্টে রোববার দিনটা ছিল অঘটনে ভরপুর। ছোট দলগুলো বড় দলগুলোকে বেশ ঝামেলায় ফেলেছিল। পাপে গুইয়ে সে সুযোগই দেয়নি গাম্বিয়াকে।
চার্লেস কোনান বানি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই সেনেগালকে এগিয়ে দেন পাপে গুইয়ে। গাম্বিয়ার অধিনায়ক ওমর কোলের ব্যর্থতায় গুইয়ে গোলটি করেন।
শুরুর এই গোল গাম্বিয়াকে হতভম্ব করলেও দমাতে পারেনি। সমানতালে তারা লড়েছে। হয়তো ভিন্ন ফলাফলও হতে পারতো। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ের একটা লাল কার্ড গাম্বিয়ার সব সম্ভাবনা শেষ করে দেয়।
“ইয়াং আফ্রিকান প্লেয়ার অব দ্য ইয়ার” ২০ বছর বয়সী কামারাকে ফাউল করায় লাল কার্ড দেখেন ইবো অ্যাডামস। প্রথমার্ধের ইনজুরি সময়ের অষ্টম মিনিটে অহেতুক ফাউল করে তিনি এই লাল কার্ড দলকে বিপদে ফেলেন।
দ্বিতীয়ার্ধে কামারা প্রমাণ করেন তিনি কেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়। বিরতির পরপরই কামারা ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে কামারা নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে জয় নিশ্চিত করেন।
এদিন অনুষ্ঠিত অন্য দুই ম্যাচে ক্যামেরুন ১-১ গোলে গিনির সঙ্গে ড্র করেছে। আলজেরিয়া ও অ্যাঙ্গোলার ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে।