গুইরাসির জোড়া গোলে শেষ আটে বরুশিয়া

ক্লাব বিশ্ব কাপ

মন্তেরিকে হারিয়ে ক্লাব বিশ্ব কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে বরুশিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল জার্মান ক্লাবটি। আগামী শনিবার তারা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

মন্তেরের দুর্ভাগ্য-ম্যাচে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেও তারা জয়ের দেখা পায়নি। গোলের সংখ্যা ছাড়া সব পরিসংখ্যানে বরুশিয়াকে চাপে রেখেছিল মন্তেরে। ৫৮ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণে রেখেছে তারা। বরুশিয়া যেখানে গোল লক্ষ্য করে তিনটি শট নিয়েছে সেখানে মন্তেরের নেওয়া শটের সংখ্যা ছিল সাত। পাঁচটা কর্নার কিক পেয়েছে তারা। বরুশিয়ার পাওয়া কর্নারের সংখ্যা ছিল তিন।

পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচের শুরুতেই কাজের কাজটি করে নেয়। ঘড়ির কাটায় ম্যাচের বয়স আধা ঘন্টা হওয়ার আগেই দুইবার মন্তেরের জালে বল পাঠায় তারা। দুটো গোলই করেন সেরহু গুইরাসি। প্রথমবার তিনি গোল করেন ১৪ মিনিটে, দ্বিতীয়বার ২৪ মিনিটে।

Exit mobile version