গোল, অ্যাসিস্ট আর শিরোপা—প্রিমিয়ার লিগেও সালাহর রাজত্ব

মাঠে পারফরম্যান্সে তিনি দুর্দান্ত, পুরস্কারের মঞ্চেও পিছিয়ে নেই মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪–২৫ মৌসুমে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন এই মিশরীয় ফরোয়ার্ড। এটি তার দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হওয়া, আগেরটি ছিল ২০১৭–১৮ মৌসুমে।

সালাহর অসাধারণ পারফরম্যান্সেই চলতি মৌসুমে চার ম্যাচ হাতে রেখেই লিভারপুল নিশ্চিত করেছে লিগ শিরোপা। প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ২৮, সঙ্গে আছে ১৮টি অ্যাসিস্ট। এমন অবদানে তাকে মৌসুমসেরা বেছে নিতে ভুল করেনি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ, শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সালাহর নাম।

এই অর্জনের মাধ্যমে সালাহ ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। তার আগে থিয়েরি অঁরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানজা ভিদিচ এবং কেভিন ডি ব্রুইনা এই কীর্তি গড়েছেন।

শুধু সেরা খেলোয়াড় নয়, সালাহর সামনে রয়েছে আরেকটি বড় সুযোগ। চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টদাতার দৌড়েও এগিয়ে আছেন তিনি। যদি এই দু’টি বিভাগেও শীর্ষে থাকেন, তাহলে একই মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং সেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জয়ের ইতিহাস গড়বেন সালাহ।

লিগের শেষ রাউন্ডে নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক (২৩ গোল) এবং জ্যাকব মারফি (১২ অ্যাসিস্ট) তার প্রতিদ্বন্দ্বী। তবে সালাহ যেভাবে ছন্দে আছেন, তাতে করে মিশরীয় কিংবদন্তির আরেকটি ইতিহাস গড়া যেন কেবল সময়ের অপেক্ষা।

Exit mobile version