গোল উৎসবে জয়ে ফিরেছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

অবশেষে হেসেছে আর্সেনাল শিবির। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের দেখা পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। গোল উৎসব করে জয় পেয়েছে ৫-০ ব্যবধানে।

টানা দুই ম্যাচ হারের পর শনিবার রাতে চমক জাগানো খেলা উপহার দিয়েছে আর্সেনাল। একের পর এক গোল করেছে তারা। এর মধ্যে দুটো গোল হয়েছে ৯৪ ও ৯৫ মিনিটে। দুটো গোলই করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।

ম্যাচের পাঁচ গোলের তিনটি দ্বিতীয়ার্ধে হলেও মিকেল আর্তেতার দল প্রথমার্ধেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। ১১ মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েল গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। আর ৩৭ মিনিটে আর্সেনালকে আরো এগিয়ে দেন ক্রিস্টাল প্যালেসের ডিন হেন্ডারসন।

বিরতির পরপরই লিন্দ্রো ট্রোসার্ড ব্যবধান ৩-০ করার পর ইনজুরি সময়ে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে  ৪৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্টও ৪৩। তারা খেলেছে ২০ ম্যাচ। ৪৫ পয়েন্ট নিয়ে নেতৃত্বে লিভারপুল। তারাও ২০ ম্যাচ খেলেছে।

Exit mobile version