গোল করেই যাচ্ছেন রোনালদো

সৌদি প্রো লিগ

সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালোদো। রোববার রাতে লিগ ম্যাচে গোল করেছেন তিনি। তার সতীর্থ অ্যান্ডারসন তালিসকা করেছেন জোড়া গোল। আর তাতেই আল শাবাবকে ৩-২ গোলে হারিয়ে আল নাসর।

এই জয়ে টেবিলের শীর্ষে থাকা এই মুইর্তে নেইমারের ক্লাব পরিচিত আল হিলারের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো আল-নাসর। ২১ ম্যাচে নাসরের পয়েন্ট ৫২। আর ২০ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৫৬। 

আল শাবাবের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২১তম মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির আগেই শাবাব সমতা ফিরায়। অবশ্য তাদের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিরতির পরপরই (৪৬ মিনিট) তালিসকার গোলে আবার এগিয়ে যায় আল নাসর। ৬৭তম মিনিটে কার্লোসের গোলে শাবাব সমতা ফিরিয়ে আনে। কিন্তু ৮৬তম মিনিটে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার তালিসকার করা দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় আল-নাসরের।

Exit mobile version