মেজর সকার লিগে শিকাগোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ইন্টার মায়ামি। অ্যাওয়েতে গোল শূন্য ড্র করেছে তারা। এর ফলে মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে দলটি। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। শার্লট এফসি ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে এফসি সিনসিনাটি। তবে ইন্টার মায়ামির সামনে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। কেননা তারা একটা ম্যাচ কম খেলেছে।
উভয় দলের সামনে গোলের একাধিক সুযোগ এসেছিল। কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। রোববার সোলজার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে তুলনামূলকভাবে ভালো খেলেছে স্বাগতিক দল। ইন্টার মায়ামি সে তুলনায় ভালো করতে পারেনি। শিকাগোর আক্রমণের চাপটা এতটাই বেশি ছিল যে ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারিকে সাতবার পরীক্ষা দিতে হয়েছে। সমান সংখ্যকবার পরীক্ষা দিতে হয়েছে শিকাগোর গোলরক্ষককে।
এ ম্যাচ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো মায়ামি। এ দুই ম্যাচের মাঝে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে বুধবার দারুণ এক জয় পেয়েছিল। পিছিয়ে পড়ার পরও জয় পেয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে। মেসি জোড়া গোল করেছিলেন। এ ম্যাচে গোল পেতে পারতেন মেসি। তবে দুর্ভাগ্য তার। একবার তার শট ক্রসবারে লেগে ফিরেছে। অন্যবার বল জালে প্রবেশের মুহুর্তে শিকাগো গোলরক্ষক বল বাইরে পাঠিয়ে দেন।
ম্যাচের শেষ মুহুর্তে মেসি একটা গোলের সুযোগ তৈরি করেছিলেন। সে সুযোগ কাজে লাগিয়ে সুয়ারেজ বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি অফ সাইডের ফাঁদে পড়েন।