ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ভিন্ন আমেজের এক ম্যাচ উপভোগ করলো ফুটবলপ্রেমীরা। অ্যাওয়েতে ফুলহামের বিপক্ষে প্রথম গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। আর দ্বিতীয়ার্ধে সেই উৎসব করেছে স্বাগতিক ফুলহাম। তবে গোল উৎসবের সেই দৌড়ে শেষ পর্যন্ত পারেনি ফুলহাম। ম্যানসিটি ৫-৪ গোলে জয় পেয়েছে।
গোল উৎসবের এ ম্যাচে ম্যানসিটির হয়ে আর্লিং হালান্ড, তিজানি রেইন্ডার্স ও ফিল ফোডেন গোল করেছেন। ফোডেন জোড়া গোল করেন। ম্যানসিটির অন্য গোলটি ছিল আত্মঘাতি। ফুলহামের হয়ে ইমাইল স্মিথ রোয়ি, অ্যালেক্স লোবি ও স্যামুয়েল গোল করেন। ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন স্যামুয়েল।
এ জয়ের ফলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। ১৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
দু্ই দলের শক্তির ব্যবধানের কারণে সহজ জয়ের কথা ছিল ম্যানসিটির। ফুলহাম পয়েন্ট টেবিলের তলানিতে। তেমনই ইঙ্গিত দিয়েছিল ম্যানসিটি। কিন্তু বর্তমানে ম্যানসিটি যেভাবে একের পর এক ম্যাচে হোঁচট খাচ্ছে তাতে এ ম্যাচেও একই পরিস্থিতির শিকার হলে কিছু করার ছিল না। দ্বিতীয়ার্ধে মাত্র ২১ মিনিটের ব্যবধানে তারা তিন গোল হজম করে।
ম্যানসিটির হয়ে প্রথম গোল করেছিলেন হালান্ড। এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে গোলের সেঞ্চুরি করেছেন তিনি। ১১১ ম্যাচে শততম গোল করেছেনি। আগে এই কীর্তি ছিল অ্যালেন শিয়েরারের। ৩০ বছর আগে ১৯৯৫ সালে ১২৪ ম্যাচে শততম গোল করেছিলেন তিনি।
১৭তম মিনিটে হালান্ড গোল করেন। এ গোলের মাঝ দিয়ে ম্যানসিটি গোলের পথটি ভালোভাবে চিনে যায়। একটা পর্যায়ে মাত্র ১১ মিনিটে তিন গোল করে তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











