গোল হয়েছে বুঝতেই পারেননি আলভারেজ

বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার সকালে চিলিকে ৩-০ গোলে উদিয়ে দিয়েছে আর্জেন্টিান। এস্তাদিও মনুমেন্তালে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচে দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে আলভারেজের পা থেকে। যা বিশ্বকাপ বাছাইয়ে তার প্রথম গোল। বাকি দুটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও পাওলো দিবালা।

এনসো ফের্নান্দেসের পাস ধরে ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেসে। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে আলভারেজ বলেন, ‘আমি যখন শট নেই তখন আমি দেখেছিলাম এটা চলে গেছে। এটা ক্রসবারে লাগে কিন্তু এরপরে আমি পড়ে গেলাম এবং ভেবেছিলাম এটি বাউন্স করে বেরিয়ে গেছে। এল হুয়েভো (মার্কাস আকুনা) প্রথম একজন যিনি আমাকে বলেছিলেন যে এটি একটি গোল এবং তখনই আমি বুঝতে পেরেছি।’

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। অবসর নেওয়ায় ছিলেন না ডি মারিয়াও। দুই তারকার না থাকায় এদিন আর্জেন্টিনার ডান উইংয়ে খেলেন আলভারেজ। প্রথমার্ধে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন।

Exit mobile version