সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখে আগেই বাংলাদেশ ফাইনালে খেলা নিশ্চিত করেছে। আজ ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে শেষ ম্যাচে বাংলাদেশ ভুটানকে উড়িয়ে দিয়েছে।
৬-০ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ।
আগামী ১০ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ভুটানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। কেননা ভুটান টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল। টুর্নামেন্টে এ দলটি সবচেয়ে বেশি গোল হজম করেছে। বিপরীতে তিন ম্যাচে কোনো গোলই করতে পারেনি।
স্বাভাবিকভাবে ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ এবং শুরুতেই গোল আদায় করে নেয়। প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়।
বাংলাদেশ তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। তিন ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ভারত।
পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে এই দুই দল ফাইনালে খেলবে। স্বাগতিক নেপাল এক ম্যাচে জয় পেয়েছে। ভুটান জয়হীন থেকে টুর্নামেন্ট শেষ করেছে।