ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে হারবে একটা সময় এটা ছিলো চিন্তারও বাইরে। সেই ক্লাবটি এখন নিজেদের হারিয়ে খুঁজছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা রেসে অনেকটাই ছিটকে গেছে তারা। এবার সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার ম্যাচে হেরে বিদায় নিলো ইউরোপ সেরার মিশন থেকেও।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে গেছে। এই ম্যাচে জয় পেলে প্লে-অফ ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা সুযোগ পেতে এরিক টেন হাগের দল।
এই হারের ফলে চার দলের গ্রুপে ম্যানইউ সবার নিচে থেকে এবারের মিশন শেষ করেছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোতে পা রেখেছে। আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ডেন মার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। আবার কোপেনহেগেনের কাছে হারলেও পাঁচ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার টিকিট পেলো তুরস্কের ক্লাব গালাতাসারে এসকে।
মঙ্গলবার নিজেদের মাঠে ম্যাচ হওয়ায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের একটা সুযোগ ছিলো ম্যান ইউ’র সামনে। তিনবারের চ্যাম্পিয়ন ম্যানইউয়ের সামনে অবশ্য জয়ের বিকল্পও ছিল না। শুধু তাই নয় গ্রুপের অপর দুই দল এফসি কোপেনহেগেন ও গালাতাসারের মধ্যেকার লড়াইটি ড্র হওয়ারও দরকার ছিল। কিন্তু ম্যানইউ প্রথম শর্ত পালনে ব্যর্থ হওয়ায় অন্যদিকে মনোযোগী হওয়ার দরকার পড়েনি।
এ নিয়ে ম্যানইউ ষষ্ঠবারের মতো গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হলো। আর ২০২০-২১ মৌসুমের পর আবারো নক আউট পর্ব তাদের জন্য সোনার হরিণ হয়ে দেখা দিল। এছাড়া ২০০৫-০৬ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো গ্রুপে সবার নিচে স্থান নিয়ে মিশন করতে হলো।
দুইদিন আগে ঘরোয়া লিগে বায়ার্ন নাস্তানাবুদ হয়েছে। ম্যানইউ অবশ্য সে সুযোগ নিতে পারেনি। ৭০ মিনিটে কিংসলে কোম্যানের গোল ম্যানইউয়ের সব সম্ভাবনা নস্যাৎ করে দেয়।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে ম্যানইউ ১৫ গোল হজম করেছে। ইংলিশ লিগে খেলা যে কোনো দল থেকে তারাই বেশি গোল হজম করেছে। টেন হাগের দলটি সব ধরণের প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচের ১২টিতে হেরেছে। গত শনিবার রাতে তারা প্রিমিয়ার লিগের দুর্বল সারির দল বোর্নেমাউথের কাছেও তিন গোল খেয়েছে।