ক্লাব বিশ্ব কাপ ফুটবলে ‘বি’ গ্রুপের দলগুলোর দ্বিতীয় ম্যাচ শেষ হতেই জমে উঠেছিল লড়াই। বিশেষ করে বোতাফোগোর কাছে প্যারিস সেন্ত জার্মেই এর হার গ্রুপ জুড়ে টানটান উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিএসজি নিজেদের উত্তেজনা আর বাড়তে দেয়নি। সোমবার সিয়েটল সাউন্ডার্স এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। কিভিচা কারাতসখেলিয়া ও আশরাফ হাকিকি গোল করেন। উভয়ার্ধে একটি করে গোল করে তারা।
আগের ম্যাচে হেরে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না প্যারিস সেন্ত জার্মেইয়ের। গ্রুপের শেষ হয়ে টুর্নামেন্ট শেষ করা সিয়েটল সাউন্ডার্স এফসির সামনেও পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ ছিল। সেক্ষেত্রে তাদেরকে বড় ব্যবধানে জয় পেতে হতো। তিন বা তার বেশি গোলের ব্যবধান তাদের জয় পেতে হতো। কিন্তু সিয়েটল তা পারেনি। বরং উভয়ার্ধে একটা গোল হজম করে বিদায় নিয়েছে।
এ ম্যাচে জয়ের ফলে পিএসজি তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ পর্ব শেষ করেছে। দ্বিতীয় রাউন্ডে পিএসজি ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে। ফলে তাদের প্রতিপক্ষ হতে পারে ইন্টার মায়ামি বা পালমেইরাস। আবার পোর্তো বা আল আহলিও তাদের মুখোমুখি হতে পারে। কেননা বর্তমানে ‘এ’ গ্রুপের সবগুলোর দলেরই রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ রয়েছে।
ম্যাচ জয়ের পর পিএসজি কোচ লুই এনরিকে বলেন, এ ম্যাচে জয় পাওয়ায় আমি খুশি। তবে আমাদের আরো কিছু বিভাগে উন্নত করতে হয়। তবে এই ধরণের মাঠে ভালো খেলা উপহার দেওয়া মোটেও কঠিন কাজ নয়। ইউরোপিয়ান মাঠের তুলনায় এ মাঠগুলোতে বেশ ভিন্নতা রয়েছে। এখানকার ঘাস ভিন্ন, যাহোক আমাদেরকে এ মাঠে খেলা অভ্যাসটা মানিয়ে নিতে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















