ঘরের মাঠে বিধ্বস্ত বার্সেলোনা

লা লিগা

নাজুক অবস্থা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। শনিবার লা লিগায় ঘরের মাঠে তারা ভিয়ারিয়ালের কাছে  বিধ্বস্ত হয়েছে। ৩-৫ গোলের লজ্জাজনক ব্যবধানে হেরেছে শিরোপা প্রতাশী দলটি। এ ঘটনার পর দলটির কোচ জাভি হার্নান্দেজ মৌসুম শেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে।

দীর্ঘদিন এমন লজ্জার মুখে পড়েনি বার্সেলোনা। নিজেদের মাঠে এর আগে তারা ১৯৬৩ সালের জানুয়ারি মাসে সর্বশেষ ৫ গোল হজম করেছিল। রিয়াল মাদ্রিদের কাছে ১-৫ গোলে হেরেছিল। এছাড়া ১৯৫১ সালের পর এই প্রথম তারা টানা দুই ম্যাচে চার বা তার বেশি গোল হজম করলো। এ ম্যাচের আগে গত বুধবার কোপা দেল রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-৪ গোলে হেরেছিল।

ভি রিয়াল ম্যাচ নিয়ে কম বিতর্ক নেই। ম্যাচটি ৩-৩ গোলে শেষ হওয়ার একটা সম্ভাবনা ছিল। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতা ছিল। ইনজুরি সময়ের অনেকটা সময়ও তা অব্যাহত ছিল। কিন্তু ৯৯ ও ১০২ মিনিটে দুই গোল করে ভিয়ারিয়াল জয় কেড়ে নেয়। ফলে ভিএআর নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে। এক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদ ও আলমেরিয়ার ম্যাচে ভিএআর নিয়ে বিতর্ক হয়েছিল। নিশ্চিত পয়েন্ট হারানোর ম্যাচ কিন্তু ইনজুরি সময়ে রিয়াল মাদ্রিদ জয় তুলে নেয়। যা নিয়ে প্রশ্ন তুলেছিল বার্সেলোনা।

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার স্পষ্ট আধিপত্য ছিল। ৭০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ তাদের কাছেই ছিল। তবে আগে গোলের দেখা পেয়েছিল ভিয়ারিয়াল। ৪১ মিনিটে জেরার্ড মোরেনো এবং ৫৪ মিনিটে ইলিয়াস আখোমাচের গোলে তারা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। তবে ১১ মিনিটের এক ঝড়ে বার্সেলোনা শুধু গোল পরিশোধ করেনি ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল।

ইলকে গুনডোগান ৬০ মিনিটে ও পেদ্রি ৬৮ গোল করে সমতা আনার পর এরিক বেইলির আত্মঘাতি গোলে বার্সেলোনা এগিয়ে যায়। তারপরেই ঘটে সেই বিতর্কিত ঘটনা। ইনজুরি সময়ে দুই গোল করেন ভিয়ারিয়ালের আলেক্সান্ডার ও মোরালেস।

Exit mobile version