ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে থেকে আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের ফিরে আসার তেমন কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তবে শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা বড় জয় পেয়েছে। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে। ওমর মারমোশ হ্যাটট্রিক করেছেন। অন্য গোলটি করেন জেমস ম্যাকাফি। নিজেদের মাঠে এ মৌসুমে এটা ম্যানসিটির সবচেয়ে বড় জয়।
মারমোশ হ্যাটট্রিক করতে সময় নিয়েছেন মাত্র ১৪ মিনিট। ১৯ মিনিটে তিনি প্রথম গোলের দেখা পান। ২৪ ও ৩৩ মিনিটে পরের দুই গোল করেন তিনি। ম্যাচের শেষ দিকে ম্যানসিটি পায় শেষ গোলটি।
এ জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৪৪। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শীর্ষে লিভারপুল। ফলে শীর্ষস্থানের সঙ্গে ম্যানসিটির বর্তমান পয়েন্টের ব্যবধান ১৩। লিভারপুল এক ম্যাচ কম খেলায় ব্যবধান আরও বাড়তে পারে।
বড় জয় সত্ত্বেও এ ম্যাচে বড় একটা দুঃশ্চিন্তা ভর করেছে ম্যানসিটির ওপর।দলটির গোল মেশিন খ্যাত আর্লিং হালান্ড আহত হয়ে মাঠ ছেড়েছেন। শুরুতেই তার আহত হওয়ার ঘটনা অনেকের মনেই বড় ধরণের আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। কোচ গার্দিওলা তো দুই হাতে মাথা ধরে বসে পড়েছিলেন। তবে কিছু সময় চিকিৎসা শেষে তিনি হেঁটে মাঠ ছাড়তে সমর্থ হন।