ম্যানচেস্টার ইউনাইটেডের বাজে সময় শেষই হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থা যাচ্ছেতাই। সেই দুঃসহ স্মৃতি কারাবাও কাপেও তাদের পিছু ধাওয়া করেছে। বুধবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। হেরেছে চতুর্থ বিভাগের দল গ্রিমসবাই টাউনের কাছে।
বুধবার রাতে ব্লান্ডেল পার্কে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর ম্যারাথন টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে যায় ম্যানইউ।
ম্যাচের শুরু থেকেই যাচ্ছেতাই অবস্থা ছিল ম্যানইউয়ের। বিরতিতে যাওয়ার আগে তারা ২-০ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই চার্লেস ভার্নাম ও টাইরেল ওয়ারেনের গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। হারটা তখনই যেনো নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের।
অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যান ইউ। ব্রায়ান ও হ্যারি ম্যাগুয়ের গোল করে সমতায় ফেরান দলকে। ব্রায়ান ৭৫ মিনিটে আর মাগুউয়ের ৮৯ মিনিটে গোল দুটো করেন।
যে ব্রায়ান নির্ধারিত সময়ের খেলায় ম্যানইউয়ের ঘুরে দাঁড়ানোর সূচনা করেন টাইব্রেকে সেই ব্রায়ান খলনায়ক হন। তিনি গোল করতে ব্যর্থ হলে ম্যানইউয়ের হার নিশ্চিত হয়ে যায়।
সব মিলিয়ে বাজেভাবে এবারের মৌসুম শুরু হয়েছে ম্যানইউ’র। নিজেদের ইতিহাসে প্রথম তিন ম্যাচে তারা এবারই কোনো জয়ের দেখা পায়নি। গতবার প্রিমিয়ার লিগে দলটি ১৫তম স্থান নিয়ে মৌসুম শেষ করেছিল।
