চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার ৪-০ গোলে

ফিফা প্রীতি ম্যাচ

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে শক্তিশালী চাইনিজ তাইপের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের প্রথমার্থে তিন গোল হজম করে সাবরিনা-সানজিদারা। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলা বাংলাদেশ কোন গোল শোধ করতে পারেনি। বরং আর এক গোল খায়। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৪-০ গোলের পরাজয় নিয়ে। দুই দলের ফিরতি ম্যাচটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতেই বাংলাদেশ দলের অসহায়ত্ব ফুটে ওঠে। অবশ্য চাইনিজ তাইপের বিপক্ষে একের পর এক ভুল করেছে বাংলাদেশের রক্ষণভাগ। প্রতিপক্ষের সবগোলের পেছনেই রক্ষণের দুর্বলতা ছিলো।

ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশের মেয়েরা যে কৌশলে খেলেছে সেটাকে বলে ‘হাই আপ ডিফেন্ডিং’। অর্থাৎ প্রতিপক্ষের জন্য অফসাইড ফাঁদ পেতে খেলতে গিয়ে নিজেরাই নিজেদের কৌশলে মার খেয়েছে।

ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় চাইনিজ তাইপে। ডিফেন্ডার আফঈদা থিং চিয়ার পাস বুঝতেই পারেন নি। বল পেয়ে সুযোগ কাজে লাগিয়ে সফরকারীদের এগিয়ে দেন সু ইউ। এর সাত মিনিট পর কর্নার কিক থেকে ব্যবধান বাড়ান সুসিন ইউন, একেবারে ফাঁকায় দাঁড়িয়ে হেডে গোল করেন। ২৬তম মিনিটে সুসিন আবার গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের জায়গায় নামেন সানজিদা আক্তার। মনিকা চাকমার শট বারে লেগে ফিরে আসে। এছাড়া খেলার একেবারে শেষ দিকে সানজিদার শট বারের ওপর দিয়ে না গেলে হারের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ দল।

Exit mobile version