ঘরের মাঠ আল ইতিহাদে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ইপসউইচ টাউনকে ৪-১ ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপাধারীদের হয়ে অন্য গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। নতুন মৌসুমে দুই ম্যাচ খেলে এখনো অপরাজিত পেপ গার্দিওলার দল।
এদিন অবশ্য ম্যাচের ৭ মিনিটেই গোল করে লিড নিয়ে নেয় ইপসউইচ। তবে ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে সিটিকে সমতায় ফেরান নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ম্যাচের ১৪ মিনিটে গোল করে সিটিকে লিড এনে দেন ডি ব্রুইনা।
১৬ মিনিটেই আবারো বল জালে গড়ান হালান্ড। ৪ মিনিটে সিটির ৩ গোলে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ম্যাচের ৮৮ মিনিটে ১৮ গজের বক্সের বাইরে থেকে রকেট শটে গোল করে সিটির হয়ে দশম হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড।
দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে টানা পঞ্চম শিরোপার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি। অন্যদিকে সমান ম্যাচে ইপসউইচ টাউনের পয়েন্ট ০।