চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

কানাডার বিপক্ষে স্বস্তির জয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করা আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ চিলি। যাদের বিপক্ষে ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনাল হেরেছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর অবশ্য তাদের বিপক্ষে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

তবুও এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। তাইতো বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে আসতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন।

চিলির শক্তিমত্তা অনুযায়ী তাদের বিরুদ্ধে অন্তত চারটি পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি।

ফুল ব্যাক মার্কোস অ্যাকুনার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়ফিকোকে।

কানাডার বিপক্ষে নিজের যোগ্যতার পরিচয় দিতে না পারা ডি মারিয়া এই ম্যাচ শুরু করবেন বেঞ্চে বসে। সেক্ষেত্রে তার জায়গায় ম্যাচের শুরুর একাদশে থাকছেন নিকোলাস গঞ্জালেজ।

ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ কানাডার বিপক্ষে মাঠে নামলেও এই ম্যাচে ফিরতে পারেন নিকোলাস ওতামেন্দি।

এছাড়া এই ম্যাচকে ঘিরে অনুশীলনে থাকা আর্জেন্টিনা দলে হুলিয়ান আলভারেজের জায়গায় লাউতারো মার্তিনেজের প্রথম একাদশে থাকার বিষয়টিও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ বা নিকোলাস ওতামেন্দি, মার্কোস অ্যাকুনা বা নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়েনদ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজ এবং আনহেল দি মারিয়া বা নিকোলাস গঞ্জালেজ।

Exit mobile version