চূড়ান্ত পর্বে নরওয়ে প্লে অফে ইতালি

২০২৬ বিশ্বকাপ ফুটবল

চূড়ান্ত পর্বে নরওয়ে প্লে অফে ইতালি

চূড়ান্ত নরওয়ে প্লে অফে ইতালি

৪-১ গোলে জয় আইরিশদের

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের টিকিট পেতে কাগজে কলমের হিসেবে অপেক্ষায় থাকতে হচ্ছে নরওয়েকে। তবে বৃহষ্পতিবার রাতে ‘আই’ গ্রুপের খেলায় নিজেদের মাঠে ইস্তোনিয়াকে হারানোর মাঝ দিয়ে এক ম্যাচ হাতে রেখে তারা চূড়ান্ত পর্বের টিকিট দেখতেই পাচ্ছে।বলা যায় চূড়ান্ত পর্বে নরওয়ে প্লে অফে ইতালি, ৪-১ গোলে জয় আইরিশদের। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। আলেক্সান্ডার সোরলোথও করেছেন জোড়া গোল।

এ জয়ের ফলে সাত ম্যাচ থেকে ‘আই’ গ্রুপে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে। সরাসরি বিশ্বকাপের টিকিট এখন তাদের নাগালে। যদিও ইতালি ১৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তবে দুই দলের মধ্যে গোল পার্থক্য এতটাই বেশি যে এটা টপকানো ইতালির পক্ষে সম্ভব নয়।

বৃহষ্পতিবার রাতে ইতালি অ্যাওয়েতে নাটকীয় জয় পেয়েছে মলদোভার বিপক্ষে। ৮৮ মিনিট পর্যন্ত গোল শূন্য থাকা ম্যাচে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় সাবেক চ্যাম্পিয়নরা। গিয়ানলুকা ম্যানচিনি ও পিও এস্পোসিতো গোল করেন।

আগামী ১৬ নভেম্বর বাছাই পর্বের শেষ ম্যাচে ইতালি ও নরওয়ে মুখোমুখি হবে। এ ম্যাচটি ইতালি নিজেদের মাঠে খেলবে। এ ম্যাচে জয় পেলেও ইতালিকে প্লে অফে খেলতে হবে, হারলেও প্লে অফে খেলতে হবে তাদের। অন্যদিকে জয় নরওয়েকে সরাসরি বিশ্বকাপে পৌঁছে দেবে। ড্রতেও একই ঠিকানায় পৌঁছে যাবে তারা। হারলেও তার ব্যতিক্রম হবে না। কেননা দুই দলের গোলের ব্যবধান ২৭।

Exit mobile version