২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে সৌদি আরব। বুধবার এশিয়া অঞ্চলের বাছাই পর্বেরচতুর্থ রাউন্ডের খেলায় তারা ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে তাদের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।
চতুর্থ রাউন্ডে দুই ভাগে ভাগ হয়ে ছয়টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। সৌদি আরব, ইরাক ও ইন্দোনেশিয়া ‘বি’ গ্রুপে খেলছে। ইরাক আগামী ১১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। সৌদি আরব আগামী ১৪ অক্টোবর শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপে শীর্ষে থাকা দলটি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। রানার্স আপ দলটিরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাদের আবার প্রতিযোগিতায় নামতে হবে।
এদিকে চূড়ান্ত পর্বে জায়গা পেতে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে কাতার ও ওমান একটি করে ম্যাচ খেলেছে। গোলশূন্য ড্র হয়েছে তাদের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি। সংযুক্ত আর আমিরাত এখনো মাঠে নামেনি।
জেদ্দাতে অনুষ্ঠিত সৌদি আরব ও ইন্দোনেশিয়ার ম্যাচটি বেশ জমজমাট হয়েছে। একাদশ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল। কিন্তু তারা এ ব্যবধান ধরে রাখতে পারেনি। মাত্র ৬ মিনিট পরই সৌদি আরব গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। শুধু তাই নয়, ৩৬ মিনিটে আর বুরাইকান গোল করে সৌদি আরবকে এগিয়ে নেন। ৬২ মিনিটে তিনি আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ সময়ে পেনাল্টিতে আবার গোল করে ইন্দোনেশিয়া ব্যবধান কমালেও সৌদি আরবের হাতে পুরো পয়েন্ট ছেড়ে দিয়ে মাঠ ছাড়তে হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















