চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের টানা দ্বিতীয় জয়

গোলের পর এচেভেরি

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা ধরে রেখেছে আর্জেন্টিনা। ক্লদিও এচেভেরির জোড়া গোলে শুক্রবার শক্তিশালী উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে লিওনেল মেসির উত্তরসূরীরা। এ জয়ের ফলে চূড়ান্ত পর্বে দুই ম্যাচের উভয়টিতে জয় পেয়েছে গ্রুপ পর্বে অপরাজিত থাকা দলটি।

চূড়ান্ত পর্বে ব্রাজিলও শতভাগ জয়ের ধারা থরে রেখেছে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কলাম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে। উভয় ম্যাচে জয় পাওয়ায় ৬ পয়েন্ট ব্রাজিলের সংগ্রহে। তবে গোল সংখ্যায় পিছিয়ে থাকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে, নেতৃত্বে আর্জেন্টিনা।

জোড়া গোলে টুর্নামেন্ট শুরু করেছিলেন এচেভেরি। দ্বিতীয় ম্যাচে এক গোলর পর কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন এ তরুণ তারকা। পরের তিন ম্যাচে আর গোলের দেখা না পাওয়া এচেভিরে এদিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার জোড়া গোলের পাশাপাশি কারিজোর এক গোলের সুবাদে এক পর্যায়ে আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে যায়। ৬০ মিনিটে লাভেগার গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও কারিজো আবার গোল করে আর্জেন্টিনাকে ৪-১ গোলে এগিয়ে নেন। উরুগুয়ের হয়ে লাভেগা আবার গোল করেন। ৮৬ মিনিটে উরুগুয়ের ক্রুসি গোল করে ব্যবধান ৪-৩ করেন।

কলাম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। ষষ্ঠ মিনিটে ইয়াগো গোল করে ব্যবধান তৈরি করেন। বাকি সময়ে কলাম্বিয়া এ ব্যবধান দূর করতে পারেনি।

গ্রুপ পর্বে দশটি দল অংশ নিলেও চূড়ান্ত পর্বে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ছয় দলের পাঁচটি দল সরাসরি ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

Exit mobile version