শেষ হয়েছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা। চূড়ান্ত হয়েছে নক আউট পর্বের চিত্র। আগামী ১৪ তারিখ থেকে শুরু হবে নক আউট পর্ব। এ পর্বে ১৬টি খেলা অনুষ্ঠিত হবে। দুইদিনেই শেষ হবে এ পর্বের প্রথম রাউন্ড। নক আউট পর্বে আর্জেন্টিনা পেয়েছে মেক্সিকোকে। ব্রাজিল খেলবে একই মহাদেশের প্যারাগুয়ের বিপক্ষে। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দুটি ১৪ তারিখ মাঠে গড়াবে।
পর্তুগাল খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ফ্রান্সের প্রতিপক্ষ কলাম্বিয়া। টুর্নামেন্টে গ্রুপ পর্বে চমক জাগানোর মরক্কো খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ইতালি পেয়েছে চেক প্রজাতন্ত্রকে।দুই এশিয়ার দল জাপান ও দক্ষিণ আফ্রিকা রাউন্ড অব বত্রিশে মুখোমুখি হবে।
এদিকে গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় চিলি ২-১ গোলে কানাডাকে, উগান্ডা ১-০ গোলের ফ্রান্সকে, উজবেকিস্তান ৬-১ গোলে পানামাকে, বুরকিনা ফাসো ২-০ গোলে তাজিকিস্তানকে, যুক্তরাষ্ট্র ১-০ গোলে চেক প্রজাতন্ত্রকে, অস্ট্রিয়া ৪-১ গোলে নিউজিল্যান্ডকে, মালি২-০ গোলে সৌদি আরবকে হারিয়েছে।
৪৮ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট ১২টি দলে ভাগ করা হয়েছিল। এর মাঝে ইতালি, আর্জেন্টিনা,যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়া গ্রুপ পর্বে শতভাগ জয় পেয়েছে।
