চূড়ান্ত হলো যুক্তরাষ্ট্রে ব্রাজিলের দুই প্রতিপক্ষ; ঘোষণা হলো সূচিও

আগামী মার্চেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইউরোপের এই দুই পরাশক্তির সাথে খেলার পর কোপা আমেরিকার প্রস্তুতি আরো ভালোভাবে সেরে নিতে আরো দুই দেশের বিপক্ষে খেলবে দরিভাল জুনিয়রের দল।

আগে থেকেই ব্রাজিলের একটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিলো, অন্য দলটি নিশ্চিত হয়েছে গতকাল রাতে। আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রতিবেশি দেশ মেক্সিকো। আগামী ৮ জুন তাঁদের বিপক্ষে মাঠে নামবে তাঁরা। সেই ম্যাচের ভেন্যু অবশ্য এখনো চুড়ান্ত হয়নি।

ব্রাজিলের সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে নিজেদের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। তাঁদের সাথে আগামী ১২ জুন প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

দুই ইউরোপীয়ান জায়ান্টের সাথে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হবে ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে খেলবে তাঁর দল।

লন্ডনের ওয়েম্বলিতে আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুইদিন বাদে ২৬ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে তাঁরা।

এই ম্যাচ দুইটি সামনে রেখে সেলেসাওদের দল ঘোষণা হবে আগামী শুক্রবার।

Exit mobile version