চেলসিকে লজ্জায় ডোবালো ব্রাইটন

গোলের পর ব্রাইটনের খেলোয়াড়রা

ইয়ানকুবা মিনতের জোড়া গোলের পাশাপাশি কাউরু মিতোমার চমৎকার এক গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে চেলসিকে তারা ৩-০ গোলে হারিয়েছে।

ইনজুরির কারণে নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইয়ের অনুপস্থিতি থাকলেও ম্যাচের শুরুতে স্পষ্ট আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে চেলসি। তবে ব্রাইটনের গোলমুখে কোনো শট নিতে পারেনি তারা। বরং ব্রাইটন একের পর এক গোল করে। প্রথমার্ধেই ব্রাইটন জোড়া গোল পায়। একটি করে গোল করেন ইয়ানকুবা মিনতে ও কাউরু মিতোমা। দ্বিতীয়ার্ধে ইয়ানকুবা তার দ্বিতীয় গোল করেন।

গত সপ্তাহে এফএ কাপ থেকে ছিটকে যাওয়ার পর এ সপ্তায় এই লজ্জার হারে ডুবতে হলো। ২৫ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে এখন তারা চতুর্থ স্থানে। অবস্থার বিচারে এই স্থান ধরে রাখা এখন তাদের জন্য কঠিন। কেননা ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। দল দুটোরই সংগ্রহ ৪১ পয়েন্ট। তারা একটা করে ম্যাচ কম খেলেছে। ফলে পরবর্তী ম্যাচেই তারা চেলসিকে দুই ধাপ নিচে নামিয়ে দিতে পারে।

Exit mobile version