কোচ রুবেন আমোরিমের চাকরি থাকবে না কিনা তা নিয়ে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনে এবার কিছুটা হলেও বিরতি আসতে পারে। অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠের খেলায় গত রাতে তারা চেলসিকে ২-১ গোলে হারিয়েছে। ব্রুনো ফের্নান্দেস ও কাসেমিরো ম্যানইউয়ের হয়ে গোল করেন। চেলসির হয়ে ব্যবধান কমান ট্রেভোহ চালোবাহ।
ম্যানইউ জিতবে ম্যাচের আগে দলটির অন্ধ সমর্থত হয়তো বিশ্বাস করতো না। নিচে নামতে নামতে দলটির এমন অবস্থা হয়েছিল। তবে এদিন ম্যানইউয়ের ম্যাচ জয়ের সম্ভাবনা শুরুতেই তৈরি করে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখেন তিনি। ফলে প্রায় পুরো সময়টাই চেলসিকে ১০ জন নিয়ে খেলতে হয়। ম্যানইউও ১০ জন নিয়ে খেলা শেষ করেছে। প্রথমার্ধের ইনজুরি সময় থেকে তারা একজন কম নিয়ে খেলে। গোলদাতা কাসেমিরো লাল কার্ড দেখেন ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে।
এদিকে এক মাইলফলক গড়েছেন ব্রুনো ফের্নান্দেস। প্রিমিয়ার লিগে ২০০তম ম্যাচ খেলেছেন, করেছেন শততম গোল।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের যে খুব একটা পরিবর্তন হয়েছে তা নয়। চেলসির নিচে রয়েছে তারা এবং তাদের অবস্থান দশম স্থানে। পাঁচ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। চেলসি সংগ্রহ ৯ পয়েন্ট। লিভারপুল শতভাগ জয় থেকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















