রিয়াল মাদ্রিদের ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে চোট পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল পেলেও ৭৯ মিনিটে কাঁধে চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ভিনিসিয়ুসকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলের ম্যাচ নেই, তবে আগামী ১১ ও ১৬ অক্টোবর ব্রাজিল ফিফা বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরুর বিপক্ষে মাঠে নামবে। ভিনিসিয়াসের চোটের কারণে দুই ম্যাচেই তাকে না পাওয়ার শঙ্কা রয়েছে।
ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটের কারণে এই দুটি ম্যাচে খেলতে পারবেন না। আট ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ১০ পয়েন্ট, যা তাদের পঞ্চম স্থানে রেখেছে।