ইউরোপীয় ফুটবলে আজ রাত যেন উৎসবের! চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ রাতটিতে মাঠে নামছে মহারথিরা। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময়ে প্যারিসে আরেক ব্লকবাস্টার লড়াই। বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে পিএসজি।

এর বাইরেও আজ উত্তেজনা ছড়াবে আরও কয়েকটি ম্যাচে। অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে রয়্যাল ইউনিয়নের বিপক্ষে, জুভেন্টাসের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন, টটেনহ্যাম মুখোমুখি হবে কোপেনহেগেনের, আর রাত পৌনে ১২টায় স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে নামবে আর্সেনাল।
তবে রাতের মূল নজর অ্যানফিল্ডে। লিভারপুলে জন্ম, বেড়ে ওঠা এবং প্রায় দুই দশক ধরে লাল জার্সিতে খেলা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবার ফিরছেন নিজের পুরোনো ঠিকানায়, তবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে। নিজের প্রিয় ক্লাবের বিপক্ষে নামা তার জন্য যেমন আবেগের, তেমনি ভিন্ন এক মানসিক লড়াইও বটে।
আর্নল্ড বলেন, “আমাকে সমর্থকেরা যেভাবেই গ্রহণ করুক, সেটা তাদের ব্যাপার। লিভারপুলের প্রতি আমার ভালোবাসা কখনও বদলাবে না। সেই ক্লাবের স্মৃতিগুলো আজীবন আমার হৃদয়ে থাকবে।”
তবে রিয়াল শিবিরে ম্যাচের আগেই চোটের দুশ্চিন্তা। কারভাহাল, রুডিগারের পাশাপাশি লিভারপুলের বিপক্ষে খেলতে পারবেন না তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড মাস্তানতুয়োনো। দলের সবাই ম্যাচের আগে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত ফুটবলার দিযোগো জোতাকে।
অন্যদিকে প্যারিসে বায়ার্ন-পিএসজি লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। গেল জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হারের পর থেকেই দুর্দান্ত ফর্মে বাভারিয়ানরা। টানা ১৫ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে তারা।
পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচটি নিয়ে বলেন, “এটা ক্লাব বিশ্বকাপের মতোই লড়াই হবে। দুই দলই শক্তিশালী, আর বায়ার্নের টানা ১৫ জয় তাদের মানসিক দিক থেকেও দুর্দান্ত অবস্থানে রেখেছে।”
তবে এনরিকের জন্য রয়েছে স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন উসমান দেম্বেলে। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে পিএসজি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















