উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছে লিভারপুল। শতভাগে জয়ের রেকর্ড ধরে রেখেছে ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে জিরোনাকে তারা ১-০ গোলে হারিয়েছে। মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন।
এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেভারকুসেন। লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৫। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা, ইন্টার মিলান ও ব্রেস্ট। জিরানোর পয়েন্ট মাত্র ৩।
জিরোনার এটা টানা পঞ্চম হার। তবে এ ম্যাচে জিরোনা শক্তিশালী লিভারপুলের বিপক্ষে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। নিজেদের মাঠের খেলায় লিভারপুলকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিল না। শেষ পর্যন্ত পেনাল্টি গোলে লিভারপুল জয় পায়। লুইস দিয়াজকে ফাউল করার সুবাদে পেনাল্টি পেয়েছিল লিভারপুল।
এদিকে বায়ার্ন মিউনিখ বড় জয় পেয়েছে। ৫-১ গোলে তারা হারিয়েেছে শাখতারকে। প্যারিস সেন্ত জার্মেই হারিয়েছে সলজবুর্গকে। ৩-০ গোলে জয় তাদের। তবে দুর্ভাগ্য ইন্টার মিলানের। লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।