চ্যাম্পিয়ন্স লিগে খেলার ব্যাপারে আমরা আশাবাদী: গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত চার মৌসুমের শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির অবস্থা এবার ভালো নয়। শিরোপা জয় থেকে অনেক আগেই ছিটকে গেছে দলটি। এখন তাদেরকে শীর্ষ পাঁচে থাকার লড়াই করতে হচ্ছে। দলটির কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, ম্যানসিটি শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারবে।

শীর্ষ পাঁচে থাকতে পারলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে ম্যানচেস্টার সিটি। বর্তমানে দলটি ষষ্ঠ স্থানে রয়েছে। এ অবস্থানে থাকলে ম্যানসিটিকে ইউরোপা লিগে খেলতে হবে। বর্তমানে ম্যানসিটির পয়েন্ট ৬৫। তাদের ওপরে থাকা নিউক্যাসেল ইউনাইটেড, চেলসি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৬৬। ফলে পঞ্চম স্থানে উঠে আসার একটা সুযোগ রয়েছে ম্যানসিটির।

পেপ গার্দিওলা বলেন, যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পাই, তার অর্থ হচ্ছে আমাদের সেখানে খেলার যোগ্যতা নাই। তখন আমাদের ইউরোপা লিগে খেলতে হবে। তবে আমার বিশ্বাস আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবো। এ জন্য আমাদের দরকার ৪ পয়েন্ট। আমাদের হাতে দুই ম্যাচ রয়েছে। এটাই আমাদের লক্ষ্য।’

ক্রিস্টাল প্যালেসের কাছে এফএ কাপের ফাইনালে হার প্রসঙ্গে গার্দিওলা বলেন, আমরা একটা ভালো ফাইনাল ম্যাচ খেলেছি। তবে জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। যাহোক এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে চার পয়েন্ট পেতে হবে আর তার জন্য সবাই সতর্ক।

Exit mobile version