চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের টানা তৃতীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেয়েছে লিভারপুল। এবার লাইপজিগকে হারিয়ে তিন তিন পেয়েছে দলটি। অন্যদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি জার্মান দল লাইপজিগ।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন দারউইন নুনেস। এ জয়ের ফলে আসরে তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল। ফলে আসরে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। একই সাথে তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গেল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।

তবে এদিনও ভাগ্য তাদের ঠিক পক্ষে ছিল না। কারণ প্রতিপক্ষের রক্ষণে কয়েকবার ভীতি ছড়ানোর পর ২৬তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে বল পাঠান লোইস ওপেনদা। তবে সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

তার ঠিক মিনিটেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের পাস থেকে বক্সে পেয়ে কোনাকুনি হেড করেন মোহামেদ সালাহ, বল লক্ষ্যেই ছিল আবার পোস্টেও লাগতে পারতো। এরপর ছুটে গিয়ে ছোট্ট টোকায় অনিশ্চয়তা দূর করে দেন উরুগুয়ের ফরোয়ার্ড নুনেস।

Exit mobile version