চ্যাম্পিয়ন্স লিগ : ড্র করে নক আউটে পিএসজি

শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হাত থেকে রেহাই পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। স্থান করে নিয়েছে নক আউট পর্বে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। উভয় দল গোলের একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।

পিএসজির অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচ হারলেই তাদের বিদায় নিশ্চিত হতো। সে অবস্থাও তৈরি হয়েছিল। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই করিম আদেয়েমির গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড।

পিএসজির রক্ষণভাগের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আদেয়েমি গোলটি করেন। তবে বেশিক্ষণ এ গোলের বোঝা বইতে হয়নি পিএসজিকে। কিলিয়ান এমবাপের সহযোগিতায় ওয়ারেন জাইরে ইমেরি সমতায় ফেরান। দুই গোলের মাঝে সময়ের ব্যবধান মাত্র পাঁচ মিনিট। এ গোলই পিএসেজিকে বাদ পড়া থেকে রক্ষা করে।

ড্রয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ট গ্রুপ সেরা হয়েছে। পিএসজির পয়েন্ট ৮। সমান পয়েন্ট নিয়ে এসি মিলান হয়েছে তৃতীয়। গোল পার্থক্যে পিছিয়ে পড়ায় তাদেরকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে।

ম্যাচ শেষে পিএসজি ডিফেন্ডার মার্কুইনহস বলেন, ‌আমাদের লক্ষ্য ছিল ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে বাস্তবতা মেনে নিতে হবে। মূল বিষয় হচ্ছে নক আউট পর্ব নিশ্চিত করা। সেটা কিভাবে হলো তা বড় বিষয় নয়। এখন থেকে আমাদের আরো ভালো প্রস্তুতি নিতে হবে। কেননা সামনে শক্তিশালী সব প্রতিপক্ষ অপেক্ষা করছে। 

Exit mobile version