চ্যাম্পিয়ন্স লিগ থেকে লিবারতাদারেস কাপ মার্সেলোর কাছে বেশি গুরুত্বপূর্ণ

রিয়াল মাদ্রিদের হয়ে একবার বা দুইবার নয়, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা মার্সেলো। এবার স্বদেশি ক্লাব ফ্লুমিনিজের হয়ে জয় করলেন কোপা লিবারতাদোরেস কাপ। শনিবার চির প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে ফ্লুমিনিজ প্রথমবারের মতো কোপা লিবারতাদোরেস কাপ জয় করেছে।

মার্সেলো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোপা লিবারতাদোরেস কাপ জয়কে বেশি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারায় তার দল। মার্সেলো ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে তিনি এই ক্লাবে ছিলেন। এ বছরের শুরুতে আবার পুরানো ক্লাবে ফিরেছেন এ ব্রাজিলিয়ান।

রিয়ালের হয়ে ট্রফি জয়ের রেকর্ড গড়েছেন মার্সেলো। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে মার্সেলো ২৫টি ট্রফি জয় করেছেন। ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাতকারে মার্সেলো বলেন, “শৈশবের এ ক্লাবের হয়ে লিবারতাদোরেস কাপ জয়ের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। ক্লাব পর্যায়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা এটি। কেননা এই ক্লাবে আমি বড় হয়েছি। রিয়াল মাদ্রিদ বিষয়টা বুঝতে পারবে। তারা জানে ফ্লুমিনিজ ক্লাব আমি হৃদয়ে ধারণ করি। আমার কাছে এই শিরোপা জয় অন্য রকম এক আনন্দ। “

রিয়ালের হয়ে মার্সেলো পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি বিশ্ব ক্লাবকাপ, তিনবার উয়েপা সুপার কাপ, ছয়বার লিগ শিরোপা, দুইবার কোপা দেল রে এবং পাঁচবার স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন।

২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরই রিয়াল মাদ্রিদ ছেড়ে মার্সেলো গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বছরের শুরুতে শৈশবের ক্লাব ফ্লুমিনিজে যোগ দেন। মার্সেলো বলেন, ফ্লুমিনিজের কাছে আমার ঋণ ছিল। এখানে যোগ দেওয়ার আগে অনেকে অনেক কথা বলেছে। আমি এক কানে শুনেছি অন্য কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু এখন আমি লিবারতাদোরেস কাপ চ্যাম্পিয়ন।

Exit mobile version