চ্যাম্পিয়ন্স লিগ: পারলো না ম্যানইউ

দূর্ভাগ্য বলতেই হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। শুরুর ১৮ মিনিটের মধ্যে দুই গোল করেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না সাবেক চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি। ফলে সাবেক চ্যাম্পিয়নদের সামনে নক আউট পর্বে খেলার সম্ভাবনা আরো কমে গেল।

পাঁচ ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট মাত্র ৪। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান তাদের।গালাতাসারের পয়েন্ট ৫। তারা রয়েছে তৃতীয় স্থানে। বায়ার্ন মিউনিখ ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে। এফসি কোপেনহেগেন ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। এ ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে খেলবে। হোম ম্যাচ হওয়ায় এ ম্যাচ ঘিরে ম্যানইউ স্বপ্ন দেখতেই পারে। তবে তাদের নক আউটে খেলার ভাগ্যটা পুরোপুরি নিজেদের হাতে এখন আর নেই। অন্য ম্যাচের ওপর নির্ভর করছে। যে ম্যাচে কোপেনহেগেন ও গালাতাসারে মুখোমুখি হবে। এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেই ম্যানইউয়ের সামনে একটা সুযোগ আসবে। আর সে সুযোগ কাজে লাগাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের জয় পেতেই হবে।

গালাতাসারের বিপক্ষে আলেহান্দ্রো গার্নাচো ও ব্রুনো ফার্নান্দেসের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। তবে হাকিন জিয়েক ২৯ মিনিটে গোল করে ব্যবধান কমান। স্কট ম্যাকটমি ৫৫ মিনিটে গোল করে আবার ম্যানইউকে স্বস্তি এনে দেন। ৩-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু জিয়েক ৬২ মিনিটে এবং কেরেম আকতুরকোগলু ৭১ মিনিটে গোল করে ম্যানইউয়ের জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন।

Exit mobile version