স্পেনকে হারিয়ে নারী ইউরোপিয়ান শিরোপা জয়ী ইংল্যান্ড দলকে দেশে উষ্ণ স্বাগত জানানো হয়েছে। সাউথেন্ড বিমান বন্দরের বাইরে কয়েকশত সমর্থক জাতীয় পতাকা হাতে তাদের স্বাগত জানান।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর জাতীয় দল ডাউনিং স্ট্রিটে ডেপুটি মিনিস্টার অ্যাঞ্জেলা রেনারের সঙ্গে সাক্ষাত করেন। খেলোয়াড়রা রেনারকে খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার দেন। তারপর তারা ছাদখোলা বাসে করে মধ্য লন্ডনে যান। তারপর তারা বাকিংহাম প্যালেসের সামনে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল আয়োজিত উৎসবে যোগ দেন।
ইংল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো নারী ইউরোপিয়ান ফুটবল শিরোপা জয় করেছে। এবার তারা টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের পর অ্যাঞ্জেলা রেনার বলেন, খেলোয়াড়রা আবার শিরোপা জয় করে ফিরেছে। আমরা আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে।
খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, তোমরা আমাদের গর্বিত করেছ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















