রিয়াল মাদ্রিদের ছয়ে ছয়

লা লিগা

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় জয়ের শতভাগ কীর্তি ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা লেভান্তেকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গ্যালাকটিকোদের অন্য দুই গোলদাতা হলেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

এ জয়ের ফলে ৬ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। একমাত্র দল হিসেবে রিয়াল মাদ্রিদ এ মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয় ধরে রেখেছে। বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। ভিয়ারিয়ালেরও পয়েন্ট ১৩। তবে তারা খেলেছে ছয় ম্যাচ। এদিকে লেভান্তের পয়েন্ট ৬ ম্যাচে ৪।

রিয়াল মাদ্রিদ উভয়ার্ধে দুটো করে গোল পায়। প্রথমার্ধে ২৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেন। দশ মিনিট পর আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়ানো গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পান তিনি। ৬৬ মিনিটে পান দ্বিতীয় গোল। সাত ম্যাচে এটি ছিল এমবাপ্পের নবম গোল।

এদিকে দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এছাড়া অ্যাথলেতিক ক্লাব ও জিরোনার মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে এস্পানিওল ও ভ্যালেন্সিয়া। ২-২ গোলে শেষ হয় ম্যাচটি।

Exit mobile version