ইনজুরির কারণে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অন্তত ছয়জন খেলোয়াড় রয়েছেন ইনজুরির কবলে। জার্মান পেৎজেল্লা ও নাহুয়েল মোলিনার পর চোটে পড়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
ইনজুরির কারণে দলের রক্ষণভাগে বড় পরিবর্তন আসতে পারে। স্কালোনির প্র্যাকটিস সেশনে দেখা গেছে, রোমেরোর জায়গায় একাদশে দেখা যাবে নিকোলাস বালের্দিকে। অন্যদিকে মোলিনার পরিবর্তে খেলবেন গঞ্জালো মন্তিয়েল। এ ছাড়া লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোর খেলা নিয়েও ছিল সংশয়। তবে কাঁধের ইনজুরি অনেকটা কাটিয়ে উঠেছেন তিনি। যদি তিনি না খেলতে পারেন, তবে ফাকুন্দো মেদিনা একাদশে জায়গা পাবেন।
২২ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য দলটির। চলতি বছর টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে লিওনেল মেসির জাতীয় দলের বছর। দেশের জার্সিতে ফর্মহীনতায় থাকা মেসি কীভাবে বছর শেষ করেন, তা নিয়ে সমর্থকদের কৌতূহল তুঙ্গে।
লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আর্জেন্টিনার জন্য সহজ হবে না। তবে ইনজুরির বাধা সত্ত্বেও স্কালোনির দল জয়ের জন্য আত্মবিশ্বাসী।
এই ম্যাচ দিয়ে আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুতি শুরু করতে চায় আর্জেন্টিনা।