ছয় বছর পর মোহনবাগান ঢাকায়

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ভারতের মোহনবাগান। বাংলাদেশের লিগ চ্যাম্পিন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে তারা।

দীর্ঘ ছয় বছর পর মোহনবাগান ঢাকায় আসলো। শেষবার তারা ২০১৭ সালে এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল।

বিমানবন্দরে ফুল দিয়ে মোহনবাগানকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল। ফুলের পাশাপাশি ক্লাবের উত্তরীয় দেওয়া হয় মোহনবাগানকে। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ৩৯ জনের প্রতিনিধি দল মোহনবাগানের। আগামীকাল সন্ধ্যায় কিংস অ্যারেনায় এক ঘন্টা অনুশীলন করবে।

তিন ম্যাচ শেষে মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। এই গ্রুপ থেকে একটি দলই পরবর্তী রাউন্ডে যাবে। বসুন্ধরার পয়েন্ট ৪। পরবর্তী রাউন্ডে যেতে বসুন্ধরা কিংসকে এ ম্যাচ জিততে হবে। ড্র করলেও সুযোগ থাকবে। সে ক্ষেত্রে অন্য দলের ওপর তাকিয়ে থাকতে হবে। তবে কিংস কর্তৃপক্ষ সেদিকে তাকিয়ে না থেকে নিজেদের কাজটা সেরে নিতে চায়। হারাতে চায় ইন্ডিয়া সুপার লিগের দাপুটে এই ক্লাবটিকে।

Exit mobile version