ছয় ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগের শিরোপা জয় করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। এবার নিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জয় করেছে দলটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে পিএসজি এবারের শিরোপা জয় নিশ্চিত করে। জয়সুচক একমাত্র গোলটি করেন ডিজায়ার ডো।
এ জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে পিএসজি’র পয়েন্ট ৭৪। যদিও এখনো এবারের লিগে তাদের ছয়টি খেলা বাকি রয়েছে তবে দ্বিতীয় স্থানে থাকা দল এতটাই দূরে অবস্থান করছে যে তারা শিরোপা জয়ের দৌড়ে নেই। ২৮ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এএস মোনাকো।
এবারের শিরোপা জয়ের মাঝ দিয়ে পিএসজি মোট ১৩বার লিগ শিরোপা জয় করেছে।
পিএসজি অপেক্ষাটা আরো এক ম্যাচে বাড়ার শঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচ অমীমাংসিত থাকার একটা শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ৫৫ মিনিটে সেই শঙ্কা উড়িয়ে দেন ডিজায়ার ডো।