আধুনিক ফুটবলের এক অন্যতম পরাশক্তির নাম ক্রোয়েশিয়া। দিন বদলের সাথে সাথে জন্ম নেয়া এই নতুন ক্রোয়েশিয়ার কারিগর লুকা মদ্রিচ। তাঁর নেতৃত্বেই ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে ইতিহাসের পাতায় নাম তোলে ক্রোয়েশিয়া। অবশ্য শুধু ক্রোয়েশিয়াই নয়, গোটা ফুটবল দুনিয়ার সেরা মিডফিল্ডারের নাম মদ্রিচ। তিনি এবার পা রাখলেন ৩৯ বছরে।
উয়েফা নেশন্স লিগে আজ দিবাগত রাতে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। যেখানে ১-০ গোলে জেতে ক্রোয়াটরা। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মদ্রিচ। তাঁর পায়ের জাদুতে এনে দেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
গোল করে দেশকে জিতিয়ে এমনিতেই স্মরণীয় করেছেন জন্মদিন। পাশাপাশি করেছেন অনন্য অর্জন। ইউরোপিয়ান ফুটবলারদের ভেতর রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মদ্রিচের দখলে। ১৮০ ম্যাচ খেলেছেন রামোসও। আর আগে থেকেই ক্রোয়েশিয়ার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে রেখেছেন মদ্রিচ।