সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০তে ব্যর্থতার পর এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ বাবর-রিজওয়ানরা। এখানেই শেষ নয়, পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে অভিষেই রেকর্ড গড়েন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারের ছেলে।
যা নিয়ে রিতিমতো হৈচৈই শুরু হয়েছে। অভিষেক ম্যাচে মুহাম্মাদ আব্বাস ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন অভিষেকেই বিশ্বরেকর্ড গড়ে। তার সেই কীর্তি বাড়তি রোমাঞ্চ আর কৌতূহলের খোরাক জোগাল প্রতিপক্ষের কারণেও।
ঝড়ো ফিফটির রেকর্ডটি যে তিনি গড়লেন নিজের জন্মভূতি ও তার বাবার দেশ পাকিস্তানের বিপক্ষে! পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার সকালে নেপিয়ারে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন আব্বাস।
যেখানে তিনটি করে ছক্কা ও চারের ইনিংসে ফিফটি করেন তিনি ২৪ বলে। ওয়ানডে অভিষেকে যা দ্রুততম ফিফটির রেকর্ড। আগের রেকর্ডটি যৌথভাবে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানেজের। দুজনই ফিফটি করেছিলেন ২৬ বলে।
ডানহাতি ব্যাটসম্যান হলেও আব্বাস বাঁহাতি পেস বোলার। ২১ বছর বয়সী অলরাউন্ডার নিউজিল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটে স্রেফ ১৫ ম্যাচ খেলেই।
এতটা বিধ্বংসী সেখানে তাকে মনে হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে তার স্ট্রাইক রেট ছিল এই ম্যাচের আগে ৮৫.১৭। একটি সেঞ্চুরি করেছেন, গত মাসেই সেই ইনিংসে ওয়েলিংটনের হয়ে ১০৪ রানের ইনিংস খেলেছেন ১২০ বলে। সেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ঝড় তুললেন।
তার ক্যারিয়ার আর জীবনের গল্পও কম চমকপ্রদ নয়। বাবা আজহার আব্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটার। তিনি ছিলেন পেস বোলার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ২০০৪ সাল পর্যন্ত। ছেলে আব্বাসের জন্ম লাহোরে ২০০৩ সালে।
আজহার পরে পরিবার নিয়ে পাড়ি জমান নিউজিল্যান্ডে। পরিবার নিয়ে থিতু হন অকল্যান্ডে। সেখানেও প্রথম শ্রেণির ক্রিকেট ও স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন তিনি অকল্যান্ডের হয়ে। কিছুদিন খেলেছেন ওয়েলিংটনের হয়েও। আব্বাস বেড়ে ওঠেন অকল্যান্ডেই। তিন বছর বয়স থেকেই বাবার সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করে ছোট্ট ছেলেটি। ক্রমে গড়ে উঠতে থাকে নিউজিল্যান্ডের ক্রিকেট সিস্টেমে।
ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান তোলে। জবাবে পাকিস্তান ৪৪.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায়। ফলে নিউজিল্যান্ড ৭৩ রানে জয় তুলে নেয়।