বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে থাকছে না দুই দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও নেইমার। উভয়ে ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন। তাই বলে ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই।
১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ২৮। অন্যদিকে ব্রাজিলের পয়েন্ট ২১। আজ ব্রাজিল জয় পেলে আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে খেলার নিশ্চয়তা পাওয়ার অপেক্ষা যেমন বাড়বে তেমনি শীর্ষস্থানের লড়াইটা জমজমাট হয়ে উঠবে।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয় পাওয়াটা একটু কঠিনই বটে। এমনিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দীর্ঘদিন জয় খরায় ভুগছে। তাছাড়া ম্যাচটি হবে আর্জেন্টিনার মাঠে। ফলে ব্রাজিলের জন্য জয় পাওয়াটা কঠিনই হবে।
সর্বশেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল জয়ের দেখা পায়নি। এর মধ্যে তিন ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে, একটা ড্র হয়েছে আর অন্য ম্যাচ পরিত্যক্ত। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ জয় পেয়েছিল ২০১৯ সালে। কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল।