জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা

লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। মঙ্গলবার অধিনায়ক রাফিনহার জোড়া গোলের সুবাদে তারা মায়োর্কাকে ৫-১ গোলে হারিয়েছে। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা চারটি গোল করে দ্বিতীয়ার্ধে।

কোচ হ্যান্সি ফ্লিক এ ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে দল সাজিয়েছিলেন। আগের সব ম্যাচে একাদশে থাকা রবার্ট লেফানদোভস্কিকে একাদশের বাইরে রেখেছিলেন। দলের সর্বোচ্চ স্কোরার পরিবর্তে একাদশে রেখেছিলেন লামিনে ইয়ামালকে। গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘ এক মাস মাঠে ফিরলেন ইয়ামাল।

ইয়ামাল দলে ফিরতেই বার্সেলোনার প্রাণ ভোমরা সচল হয়। আগের তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট অর্জন করা দলে আক্রমণের জোয়ার আসে। ম্যাচের শুরুতেই ফেরান টরেসের গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। ১২ মিনিটে টরেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

বড় ব্যবধানে জয় পেলেও বার্সেলোনার সমর্থকদের মনে ঠিকই আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মায়োর্কা। বিরতির আগে সমতা ফিরিয়ে এনেছিল তারা। কিন্তু বিরতির পর জাল থেকে বল কুড়াতে কুড়াতে মায়োর্কার গোলরক্ষকের পরিশ্রান্ত হওয়ার যোগাড় হয়েছিল। রাফিনহা জোড়া গোল করেন। তার সঙ্গে স্কোরশিটে নাম লেখান ফ্রেঙ্কি ডি জং ও ভিক্টর। বার্সেলোনা তাদের শেষ তিন গোল পায় মাত্র ১০ মিনিটে।

এ জয়ের ফলে বার্সেলোনা ১৬ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩। তবে যে কোনো সময় বার্সেলোনা শীর্ষস্থান হারাতে পারে। কেননা রিয়াল মাদ্রিদের হাতে এখনো দুই ম্যাচ বাকি রয়েছে।

Exit mobile version