এল ক্ল্যাসিকোতে হারের ধাক্কাটা সামলে জয়ের রথে ফিরেছে বার্সেলোনা। রবিবার রাতে লা লিগায় তারা নিজেদের মাঠের খেলায় এলচেকে ৩-১ গোলে হারিয়েছে। লামিনে ইয়ামাল, ফেরান টরেস ও মার্ক রাশফোর্ড গোল করেছেন। এলচের হয়ে ব্যবধান কমিয়েছেন রাফা মির।
ম্যাচের ফল কি হতে পারে তা জানতে অবশ্য খুব একটা সময় সমর্থকদের অপেক্ষা করতে হয়নি। মাত্র ১১ মিনিটের মধ্যে খেলার ফল অনেকটা পরিস্কার হয়ে যায়। কেননা এ সময়ে ইয়ামাল ও টরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির আগেই এলচে একটা গোল পরিশোধ করে বার্সেলোনা শিবিরে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। তবে সেই আতঙ্ক আতঙ্কেই থেকে যায়। বরং দ্বিতীয়ার্ধে তারা আরো একটা গোল হজম করে। এ গোলটি করেন রাশফোর্ড। এ গোলের মাঝ দিয়ে রাশফোর্ড স্প্যানিশ লিগে তার আলো ছড়িয়ে চলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়ার পর এটা তার পঞ্চম গোল।
এ জয়ের ফলে বার্সেলোনা আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।
পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। তারা যথাক্রমে ২৩ ও ২২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে।
