জয়ে আনচেলোত্তিকে বিদায় রিয়ালের

লা লিগা

খেলা শেষে সতীর্থদের আলিঙ্গনে মদরিচ

জয় দিয়ে এ মৌসুমের লিগ লড়াই শেষ করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে। উভয় গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এ জয়ের ফলে দ্বিতীয় হয়ে লা লিগা শেষ করা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৪। পাশাপাশি জয় দিয়ে তারা বিদায় জানিয়েছে কোচ কার্লো আনচেলোত্তি ও মিডফিল্ডার লুকা মদরিচকে। কার্লো আনচেলোত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলে যোগ দিচ্ছেন। আর লুকা মদরিচের সঙ্গে এবার রিয়াল মাদ্রিদ চুক্তির আগ্রহ দেখায়নি। ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ক্লাব কাপ খেলার পর রিয়াল মাদ্রিদকে বিদায় জানবেন তিনি।

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আগেই শিরোপা জয় নিশ্চিত করায় এ ম্যাচের ফল নিয়ে রিয়াল মাদ্রিদ সর্থকরা তেমন উৎসাহী ছিলেন না। তাদের সব মনোযোগ ছিল দুই কিংবদন্তীর বিদায়ী আয়োজনের দিকে। তাইতো ম্যাচের আগে সমর্থকরা দুই কিংবদন্তীর বিশাল দুই ছবি ঝুলিয়ে দেয়। প্রথম একাদশে মদরেচির নাম ঘোষণা হতেই স্টেডিয়াম জুড়ে উৎসব শুরু হয়। প্রায় ১০ মিনিট সময় তারা মদরিচ মদরিচ বলে চিৎকার করতে থাকে। ৮৭ মিনিটে যখন তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তখন আরো একবার দাঁড়িয়ে তাকে সম্মান জানানো হয়।

ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে। এ সময় একটা পেনাল্টিও পায় তারা। পাবলো মারিনের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করতে ব্যর্থ হন। তার শট দক্ষতার সঙ্গে রুখে দেন উনাই মারেরো। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিরতি শটে গোল করেন। লিগে এটা ছিল তার ত্রিশতম গোল। পরে আরও এক গোল করে এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া নিশ্চিত করেন।

ম্যাচে প্রথম গোলের মাঝ দিয়ে এমবাপ্পে লা লিগার ইতিহাসে প্রথম মৌসুমে ত্রিশ বা তার বেশি গোল করার কৃতিত্বে চতুর্থ খেলোয়াড় হয়েছেন। এর আগে এ কীর্তি গড়েছেন প্রুডেন (১৯৪০-৪১), রোমারিও (১৯৯৩-৯৪) ও রোনালডো (১৯৯৬-৯৭)।

Exit mobile version