জয়ে লা লিগা শেষ করলো বার্সেলোনা

লা লিগা

গোলের পর রবার্ট লেফানদোভস্কি

জয়ে লা লিগা শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতকাল রাতে রবার্ট লেফানদোভস্কির জোড়া গোলের সুবাদে তারা অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে। অন্য গোলটি করেন দানি ওলমো। স্যান মামেসে অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে ৩৮ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এবারের লিগ লড়াই শেষ করেছে।

নিকটবর্তী দল অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট বেশি থেকে লিগ শেষ করেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৪। ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে অ্যাথলেটিক ক্লাব।

স্যান মামেসে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক স্বাভাবিক কারণে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখেছিলেন। গোলবারের নিচে রেখেছিলেন তৃতীয় পছন্দের গোলরক্ষক ইনাকি পেনা। তবে সুযোগ পাওয়া লেভানদোভস্কি দারুণ খেলা উপহার দিয়েছেন। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন। ১৪ মিনিটে প্রথম গোল করার পর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগন করেন তিনি। আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন দানি ওলমো

এদিকে দিনে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৪-০ গোলে হারায় জিরোনাকে। বদলি খেলোয়াড় হিসেবে আলেক্সান্ডার সোরলোথ হ্যাটট্রিক করেছেন।

এছাড়া ভিয়ারিয়াল একই দিনে ৪-২ গোলে হারিয়েছে সেভিয়াকে।

Exit mobile version