ল্যাটিন বা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমন্ত্রিত হয়ে অংশ নিচ্ছে ছয়টি দেশ। তারই একটি যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বলিভিয়ার বিপক্ষে। টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের তৃতীয় মিনিটেই ইতালিয়ান সেরি-আ লিগে এসি মিলানের খেলা স্ট্রাইকার ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে লিড নেয় যুক্তরাষ্ট্র। জাতীয় দলের জার্সিতে ৬৯তম ম্যাচে যুক্তরাষ্ট্র অধিনায়ক পুলিসিকের এটি ৩০তম গোল। তার অ্যাসিস্টেই ম্যাচের ৪৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফোলারিন ব্যালোগান।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ বলিভিয়া বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত তাদের উচ্চতার কারণে। বিশেষকরে লা পাজে কোন দলই স্বাভাবিক ফুটবল খেলতে পারে না। উচ্চতার কারণে অতিথি দেশের ফুটবলাররা শ্বাসকষ্টে ভোগে। ফলে সেখান থেকে জয় নিয়ে ফেরা অন্য দলগুলোর জন্য অস্বাভাবিক ঘটনা। কিন্তু সেই বলিভিয়া ২০১৫ সালের পর থেকে কোপা আমেরিকা ফুটবলে এই নিয়ে ১৩ ম্যাচে পরাজিত হলো। সব মিলিয়ে সর্বশেষ ৩১ ম্যাচে তাদের জয় মাত্র একটি।
টুর্নামেন্টের ‘সি গ্রুপে’ খেলা অন্য দুই দল হচ্ছে উরুগুয়ে ও পানামা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















