জয় আর্জেন্টিনার, মরক্কোর কাছে বিধ্বস্ত ব্রাজিল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। গত রাতে তারা মরক্কোর কাছে হেরে গেছে। ২-১ গোলে হার। এই হার তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলার পর্যায়ে পৌঁছে দিয়েছে। অন্যদিকে জয়ের ফলে মরক্কোর পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত হয়েছে।

টুর্নামেন্টে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। প্রথম ম্যাচে তারা মেক্সিকোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। মরক্কোর সঙ্গে লড়াইটা যে সুবিধা হবে তা আগেই অনেকটা বোঝা গিয়েছিল। কেননা মরক্কোর কাছে উড়ে গিয়েছিল স্পেন। ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল পেয়ে যায় মরক্কো। আর তাতেই ব্রাজিলের হারটা নিশ্চিত হয়ে যায়। শেষ মুহূর্তে ব্রাজিল পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায়। দুই ম্যাচ ব্রাজিল এখন ১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।

এদিকে অন্য গ্রুপের খেলায় আর্জেন্টিনা টানা দ্বিতীয় জয় পেয়েছে। গত রাতে অস্ট্রেলিয়াকে তারা ৪-১ গোলে হারিয়েছে। ম্যাচের ফল এক পেশে ম্যাচের ধারণা দেয়। তবে মাঠের লড়াই ছিল ভিন্ন। ৯২ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২-১ এগিয়ে ছিল। ইনজুরি সময়ে তারা আরো দুই গোল করে বড় জয় তুলে নেয়। এ জয়ের ফলে আর্জেন্টিনার যেমন পরবর্তী রাউন্ডে খেলা অনেকটা নিশ্চিত হয়েছে, তেমনি বিদায়ের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ থেকে তাদের ভান্ডার শূন্য।

আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ খেরবে ইতালির বিপক্ষে। ইতালি আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেও কিউবার সঙ্গে তারা ড্র করেছে। ৪ অক্টোবার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে মাঠে নামবে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ স্পেন।

Exit mobile version