জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসরে নিজেদের প্রথম ম্যাচে ভিএফবি স্টুটগার্টকে ৩-১ গোলে জিতেছে রিয়াল। রোমাঞ্চকর ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও এন্দ্রিক।
ঘরের মাঠে গতিময় ফুটবল শুরু করে রিয়াল। ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে প্রথমার্ধ গোল শুণ্য। তবে বিরতির পরপরই এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো থেকে বল পেয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন ফরাসি তারকা এমবাপ্পে।
ম্যাচের ৬৮ তম মিনিটে কর্নার থেকে দলকে সমতায় ফেরান উন্দাভ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচের ৮৩তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের কর্নারে সবার উঁচুতে লাফিয়ে বল জালে পাঠান রুডিগার।
এরপর যোগ করা সময়ের শেষটায় জালের দেখা পান একটু আগে বদলি নামা এন্দ্রিক। দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল পাওয়ার আনন্দে মাতেন ব্রাজিলের নতুন ফুটবল সেনসেশন এন্দ্রিক। রিয়ালের হয়ে সর্বকনিষ্ঠ গোলস্কোরার এখন তিনিই (১৮ বছর ৫৮ দিন)।